ধানমন্ডি ৩২ জড়ো হয়েছে হাজারো জনতা

অনলাইন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩
শেয়ার :
ধানমন্ডি ৩২ জড়ো হয়েছে হাজারো জনতা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করতে জড়ো হয়েছে হাজারো ছাত্র-জনতা। আজ রাত ৮টার দিকে তারা ৩২ নম্বরে জড়ো হয়ে বাড়িটিতে ভাঙচুর শুরু করেন।  

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এরপরই তার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্র-জনতা।

রাত ৯টায় ৩২ নম্বরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন অনেকে। এরপর শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা। তবে রাত ৮টার দিকেই ভাঙচুর শুরু হয়।

অনেকেই শেখ মুজিবুর রহমানের বাড়ির দরজা জানালা ভেঙে ফেলছেন। পুরো বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার আনা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।