শেখ হাসিনাকে প্রচলিত আইনে বিচার করতে হবে: তারেক রহমান
জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ যারা জড়িত ছিলেন তাদের দেশের প্রচলিত আইনে বিচার করার দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার বিকেলে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তারেক রহমান বলেন, ‘কিছু কিছু মানুষ সংস্কার সংস্কার বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। আমাদের লক্ষ্য রাখতে হবে সংস্কারের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না। আমাদের দ্রুত জনগণের শাসন নিশ্চিত করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও যাওয়ার আগে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, পঙ্গু করেছে, তাদের বিচার করতে হবে। যারা এ আন্দোলনে নিহত হয়েছে তাদের পরিবার যেন সঠিক বিচার পায়। দল-মত নির্বিশেষে সৈরাচারকে হঠাতে নিজের জীবন বাজি রেখে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিচারের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সমাজিক অধিকার নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের ত্যাগের মর্যদা দিতে হবে। যুগে যুগে নিহত মাসুদদের ত্যাগ বৃথা যায় না, যাবে না। ‘
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে গঠন করতে হবে। শেখ হাসিনাসহ যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। যদি যদি বিচার করা না হয়, তাহলে যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল তারা উৎসাহিত হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাবে বিএনপির সেটি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল। সে জন্য আড়াই বছর আগে ৩১ দফা দিয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেন, ‘উপদেষ্টারা ৫ আগষ্টের বিপ্লব নিয়ে বড় বড় কথা বলেন, তাদের কি অবদান রয়েছে আমরা তা জানি। উপদেষ্টারা তখন ডিবি হারুনের খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিলেন। আর এখন বিএনপির গায়ে কালিমা লাগাতে চায়।’
আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপি নেতা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, মামুনুর রশীদ মামুন, আবু তালেব খোকা, শাহানা আক্তার শানু, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু প্রমুখ।
অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক র্যাবের ক্রসফায়ারে নিহত শহীদ মাসুদের পারিবারকে একটি সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়।