লিফলেট বিতরণ, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩২
শেয়ার :
লিফলেট বিতরণ, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশের ২টি দল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আরথান আলী, সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক, পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, আসাদুজ্জামান আসাদ, কাওছার আলী ও মুন্না।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, ‘আমরা তাদের আটকের কারণ জানতে চাইলে পুলিশ সেখানে থাকা লোকজনের ওপর লাঠিচার্জ করেন। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমনসহ কয়েকজন আহত হয়।’

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে রাণীশংকৈল উপজেলার কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন কিছু নেতাকর্মী। একইসঙ্গে এই সংক্রান্ত একটি ভিডিও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচজনকে আটক করে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন,‘আন্দোলনের উসকানিতে লিফলেট বিতরণ করার অভিযোগে রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের লাঠিচার্জ মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, ‘স্থানীয় লোকজন আটক আসামিদের ছিনতাই করার চেষ্টা করলে আমরা বাধা দেই। এ সময় সামান্য তর্ক-বির্তক হয়েছে। ’