বদরগঞ্জে নারী স্বাস্থ্য কর্মীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ
রংপুরের বদরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে নারী স্বাস্থ্য কর্মীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম সম্প্রতি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে যোগদান করেছেন।
গত ১৩ জানুয়ারি ভুক্তভোগী নারী স্বাস্থ্য কর্মী আব্দুস সালামের বিরুদ্ধে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী স্বাস্থ্য কর্মী তানজিলা ফারহানা রাধানগর ইউনিয়ন পাঠানপাড়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ সহকারী ও সিএইচসিপি হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী সূত্রে জানা যায়, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত বাক-বিতণ্ডা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ আছে। গত ৪ জানুয়ারি আব্দুস সালাম রাধানগর পাঠানপাড়া ক্লিনিকে পরিদর্শনে যান। সেখানে কর্মরত নারী স্বাস্থ্য কর্মীর হাজিরা খাতা দেখতে চাইলে স্বাস্থ্য কর্মী বলেন, স্যার ভিতরে কেউ নাই, বারান্দায় আসেন। হাজিরা খাতা ওখানে আছে। এরপরেও স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম ওই স্বাস্থ্য কর্মীকে কৌশলে আটকে রেখে অশালীন আচরণ করেন। ওই সময় ক্লিনিকে এইচ.এ ও এফডাব্লিউ-এ রোগী না থাকায় নারী স্বাস্থ্য কর্মীকে একা পেয়ে অশ্লীল কথার এক পর্যায় তিনি নারী স্বাস্থ্য কর্মীকে কু-প্রস্তাব দেন। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করেন। সেই সঙ্গে দম্ভের সঙ্গে বলেন, ‘সিভিল সার্জন আমার বন্ধু, টিএইচও আমার ঘনিষ্ঠ কলিগ। আমি যা বলব তাই হবে।’
এ ব্যাপারে আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘স্বাস্থ্য কর্মী তানজিলা ফারহানা আমার নামে বিভিন্নভাবে অপপ্রচার করছেন।’
তিনি বলেন, ‘আমি হাজিরা খাতা দেখতে চাইলে হাজিরা খাতা না দেখিয়ে আমাকে বাহির হতে বলেন। পরে আমি সেখান থেকে চলে আসি।’
এদিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আশেকুল আরেফিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ আমাকে দেয়নি কেউ। অফিসে একটি অনুলিপি দিয়েছে। শুনেছি ওই স্বাস্থ্য কর্মী রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন। বিভাগীয় স্যারের নির্দেশের অপেক্ষায় রয়েছি।’
তবে, এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হারুন অর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।