২ শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন দিনাজপুর পুলিশ সুপারের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭
শেয়ার :
২ শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন দিনাজপুর পুলিশ সুপারের

দিনাজপুরের হিলিতে ছাত্র বৈষম্য আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে নিহতের ঘটনাস্থল হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় হাকিমপুর সার্কেলের এএসপি নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ওসি সুজন মিয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় পুলিশ সুপার মামলার বাদী ও স্বাক্ষীদের সঙ্গে কথা বলেন। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে সৃর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর অগ্নিদগ্ধ মরহেদ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দুটি মামলার দায়ের করেন সৃর্যের ভাই ও নাইমের বাবা।