ভারতীয় গরুসহ ১৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু, ফুসকা, সুপারি ও চিনিসহ ১৫ লাখ ১৬ হাজার ১৪০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপি’র বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর ও তাহিরপুর উপজেলার মাটিরাবন ও চানপুর বিওপি’র যাদুকাটা নদী, সোনাতলা, গিলাগড়া এবং বারেকটিলা এলাকা থেকে ফুসকা, সুপারি এবং চিনি জব্দ করা হয়েছে। আটককৃত গরুসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ১৬ হাজার ১৪০ টাকা।
এদিকে চোরাকারবারি দলের সবাই পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘মঙ্গলবার রাতে তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সবাই পালিয়ে গেছে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’