আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

টঙ্গী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
শেয়ার :
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমা যা শূরায়ী নিজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের সকল আনুষ্ঠানিকতা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বাংলাদেশের মাওলানা জোবায়ের সাহেবে পরিচালনায় আখেরি মোনাজাত দুপুর ১২টা ০৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে শূরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের সাহেব।

এ সময় আল্লাহর নৈকট্য এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই মোনাজাতে লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন।

মোনাজাত শেষে পরবর্তী ২০২৬ সালের শূরায়ী নিজামের তত্ত্বাবধানে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়।