কেন্দুয়ায় ভাগ্নের হাতে মামা খুন
নেত্রকোনার কেন্দুয়ায় পারিবারিক কলহে ভাগ্নে মাজহারুলকে শাসন করতে গিয়ে ভাগ্নের লাঠির আঘাতে খুন হয়েছেন মামা কাঞ্চন মিয়া (৬৫)।
গতকাল মঙ্গলবার নওপাড়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার নওপাড়া গ্রামের ভাগ্নে মাজহারুল ইসলাম (৩০) ও তার স্ত্রী পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে ছেলে মাজহারুল ও ছেলের বউ মায়ের ওপর হাত তুলেন। বিষয়টি মা পার্শ্ববর্তী বাবার বাড়ি গিয়ে ভাই কাঞ্চন মিয়াকে জানান। পরে কাঞ্চন মিয়া এসে ভাগ্নেকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাগ্নে মাজহারুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে পেছন থেকে মামা কাঞ্চন মিয়ার মাথায় আঘাত করেন। এতে মারাত্নক আহত কাঞ্চন মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক কাঞ্চন মিয়াকে মৃত ঘোষনা করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসারও উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ঘাতক ভাগ্নেকে আটকের চেষ্টা চলছে। এখনো কোনো মামলা হয়নি।’