রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী কাউখালীতে পৃথক ঘটনায় খুন ২
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সীমান্তবর্তী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় সম্প্রতি ২৪ ঘণ্টার ব্যবধানে দুইজন খুন হয়েছেন। এ দুই খুনের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার সীমান্তবর্তী রাঙ্গামাটির জেলাধীন কাউখালীর উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা মরদেহের মুখে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের ক্ষতচিহ্ন দেখে কাউখালী থানার পুলিশকে জানান। পুলিশ মরদেহ উদ্ধার করে পরে জানতে পারে মরদেহটি স্থানীয় এক ইটভাটার শ্রমিক ইঞ্জিল মিস্ত্রি টিটুর (৩৫)। খুন হাওয়া শ্রমিক পাশ্ববর্তী রাউজান উপজেলার বাসিন্দা।
অপরদিকে এই খুনের ২৪ ঘন্টাপূর্বে গত সোমবার সন্ধ্যায় একই থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকায় আরেকটি খুনের ঘটনা ঘটে। এই খুনের শিকার একই এলাকার স্থানীয় বাসিন্দা তৃতীয় লিঙ্গের যুবতী শীলা (৩৫)। গলাকাটা অবস্থায় সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, গত রবিবার রাতে অজ্ঞাত পাঁচ ব্যক্তিকে শীলার ঘরে প্রবেশ করতে দেখেছেন, এভাবে যুবতী শিলার ঘরে প্রতিদিন অজ্ঞাত লোকেরা আসা যাওয়া করতেন। কিন্তু পরদিন বিকেলে তার সাড়াশব্ধ না পেয়ে এলাকাবাসীরা রক্তের স্রোত দেখে পুলিশকে খবর দিলে কাউখালী থানার পুলিশ যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামতসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পৃথক দুই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টায় তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন।
এছাড়া তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।