বিপুল পরিমাণ ওষুধসহ ২ ভারতীয় আটক

আখাউড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫
শেয়ার :
বিপুল পরিমাণ ওষুধসহ ২ ভারতীয় আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় ভেকসিন ইঞ্জেকশন এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ ২ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।

গতকাল সোমবার বিকেলে শুল্ক কর প্রদানের রশিদ দেখাতে না পারায় আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর এলাকায় সিএনজি গাড়ি থামিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ভারতীয়রা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট হয়ে বাংলাদেশে এসেছিল। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তাররা হলেন ভারতের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)।

আখাউড়া থানার পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিকরা তাদের সঙ্গে থাকা ঔষধের শুল্ক প্রদানের কোনো রশিদ বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা কর হয়েছে। 

আখাউড়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘ভারতীয় ওষুধের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’