নায়িকা পপির বিরুদ্ধে মায়ের গুরুতর অভিযোগ, থানায় জিডি
দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। নায়িকার খবর জানা নেই তার সহকর্মীদের কাছেও। অনেকেই বলছেন, গোপনে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। এক পুত্র সন্তানের মাও হয়েছেন তিনি। অবশেষে আড়ালে থাকা এই নায়িকা এলেন খবরে। তাও আবার অভিযুক্ত হয়ে।
চিত্রনায়িকা তার বাবার (আমির হোসেন) জমি একাই দখল করতে চান। এমনটাই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম মেরি। গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির নামে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন নায়িকার ছোট বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টায় দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছে। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?’
পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না।’
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
তিনি আরও বলেন, ‘স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’