র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট করা ডাকাত বশির আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭
শেয়ার :
র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট করা ডাকাত বশির আটক

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের সঙ্গে জড়িত বশির (৫২) নামে এক ডাকাতকে আটক করেছে র‍্যাব। 

গতকাল সোমবার সকালে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত বশির পিরোজপুর জেলার কাউখালী থানাধীন হোগলা বেতকা শির্ষা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এদিন রাতেই র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৪ জানুয়ারি ভোরে কুমিল্লা বুড়িচংয়ের আবু হানিফ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখান থেকে একটি প্রাইভেটকারযোগে ডলার ভাঙ্গানোর জন্য বায়তুল মোকাররম মার্কেটে যান। সেখান থেকে ওই দিন দুপুরে এশিয়া লাইন নামক বাসযোগে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। পরে তাদের বহনকারী বাসটি ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওডালায় পৌছালে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ি তাদের বাসটির গতিরোধ করে। এ সময় র্যাবের কোটি পরিহিত ৩/৪ জন ব্যাক্তি বাসের ভেতর প্রবেশ করেন। তারা নিজেদেরকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান। তখন তারা দুজন বিদেশ থেকে এসেছেন এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান। এ সময় বাসটির চালক ঘটনাটি কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং উপস্থিত লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলেন। কিন্তু দুষ্কৃতিকারীরা কোনো পরিচয়পত্র না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোরপূর্বক নামিয়ে তাদের হাইয়েস গাড়িতে তুলে হাত পা ও চোখ বেঁধে ফেলেন। পরে এলোপাতাড়িভাবে তাদেরকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা নগদ ১২ লাখ টাকা, ৫ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা) এবং ২ হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড (বাংলাদেশি মূলা ১ লাখ ৬০ হাজার টাকা)সহ সর্বমোট ২১ লাখ ৩৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্টসহ অন্যান্য মূল্যবান সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নেন। পরবর্তীতে ডাকাতদল প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে ৩ থেকে ৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যার দিকে ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় ডাকাত দলের কাছে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল ছিল। 

আবু হানিফ এবং রাজিব ভূঁইয়া স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করার পর ঘটনার দিনই বাদি হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। 

এরপর গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের র‍্যাব-১১ ও খুলনার র‍্যাব-৬ এর যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডাকাত সদস্য মো. বশির আহমেদকে (৫২) বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা গ্রাম হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।