ঘন কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়
চলতি মাসের শুরু থেকে আজ এক সপ্তাহ ধরে কুয়াশায় ঢেকে আছে পঞ্চগড়ের রাস্তাঘাট হাটবাজার মাঠ ঘাট প্রান্তর। এতে দুর্ভোগে পড়েছেন পঞ্চগড়ের মানুষ।
আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। মাঝে মধ্যে তাপমাত্রা বাড়লেও সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এ কারণে দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে। বিকেল থেকেই ঘন কুয়াশায় গ্রাম শহর রাস্তাঘাট হাটবাজার আচ্ছাদিত হয়ে পড়ছে। রাত যত গভীর হচ্ছে, তত ঘন কুয়াশা ও বাতাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
এদিকে এ অবস্থায় অসহায় ছিন্নমূল দুস্থ মানুষ শীতবস্ত্রের অভাবে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালতে এবং ব্যক্তিবর্গের কাছে ধরনা দিচ্ছেন। প্রকৃত দুস্থ অসহায় মানুষ অনেকেই শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন। যদিও জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, এ জেলায় প্রায় দেড় লাখের মত অভাবি মানুষের বসবাস। ইতোমধ্যে ৪৫ হাজারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকাল ৯টায় পঞ্চগড়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের সোমবার সকাল ৯টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত এক সপ্তাহ পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।