ইতিহাস গড়লেন বিয়ন্সে চতুর্থবার বিজয়ী শাকিরা

৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস

বিনোদন সময় ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
ইতিহাস গড়লেন বিয়ন্সে চতুর্থবার বিজয়ী শাকিরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসর। এতে আরও একবার ইতিহাস গড়লেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। ৫০ বছর পর প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা বিয়ন্সের দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডও এবার বাগিয়ে নিয়েছিলেন। গত বছর মুক্তি পাওয়া ‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। তার হাতে গ্র্যামি তুলে দেন টেলর সুইফট। এ সময় গায়িকা বলেন, ‘সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই, যেন নিজের প্যাশন নিয়েই সবাই কাজ করেন।’

এদিকে দুনিয়া কাঁপানো জনপ্রিয় পপ গায়িকা শাকিরাও চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন। পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। লস অ্যাঞ্জেলেসে দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে গায়িকা কথাও বলেন। পরে তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোনদের’ উৎসর্গ করেন। শাকিরা বলেন, ‘আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সব সময় তাদের লড়াইয়ের পাশে আছি।’ পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন শাকিরা।

তরুণ গায়িকা চ্যাপেল রোন গত বছর আলোচনায় ছিলেন। ২৬ বছর বয়সী এই গায়িকা এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পীর পুরস্কার পেয়েছেন, গ্র্যামিতে ছয় বিভাগে মনোনয়ন পেয়ে চমকে দিয়েছেন। এ ছাড়া জায়গা পেয়েছেন বিবিসির করা ‘সাউন্ড অব ২০২৫’-এর তালিকায়। চ্যাপেলের মতোই আরেক আলোচিত তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। গত বছর তরুণেরা বুঁদ ছিলেন তার ‘এক্সপ্রেসো’ গানে। এই গানের জন্য গ্র্যামিতে বেস্ট পপ সলো পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন সাবরিনা। এটা ছাড়াও ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবাম পুরস্কারও উঠেছে তার হাতে। আলোচিত সিঙ্গেল ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স।

সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বিভাগগুলোয় বিয়ন্সে, সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন বলে অনেকেই ভেবেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেন্ড্রিক লামার। তরুণ এই র‌্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার, একই গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।

এক নজরে তালিকা -

অ্যালবাম অব দ্য ইয়ার : কাউবয় কার্টার (বিয়ন্সে)

রেকর্ড অব দ্য ইয়ার : নট লাইক আস (কেন্ড্রিক লামার)

সং অব দ্য ইয়ার : নট লাইক আস (কেন্ড্রিক লামার)

বেস্ট পপ সলো পারফরম্যান্স : সাবরিনা কার্পেন্টার (এক্সপ্রেসো)

বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স : লেডি গাগা ও ব্রুনো মার্স (ডাই উইথ আ স্মাইল)

বেস্ট পপ ভোকাল অ্যালবাম : শর্ট অ্যান্ড সুইট (সাবরিনা কার্পেন্টার)

বেস্ট নিউ আর্টিস্ট : চ্যাপেল রোন

বেস্ট ড্যান্স : জাস্টিস অ্যান্ড টেম ইমপালা (নেভেরেন্ডার)

বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং : ফোন ডাচ (চার্লি এক্সসিএক্স)

বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম : ব্রাট (চার্লি এক্সসিএক্স)

বেস্ট রক পারফরম্যান্স : দ্য বিটলস (নাউ অ্যান্ড দেন)

বেস্ট মেটাল পারফরম্যান্স : গোজিরা, মারিনা ভিত্তই, ভিক্টর লে মাসনে (মিয়া কুলপা)

বেস্ট রক সং : সেন্ট ভিনসেন্ট (ব্রোকেন ম্যান)

বেস্ট রক অ্যালবাম : দ্য রোলিং স্টোনস (হ্যাকনি ডায়মন্ডস)

বেস্ট র‍্যাপ পারফরম্যান্স: কেন্ড্রিক লামার (নট লাইক আস)

বেস্ট র‍্যাপ অ্যালবাম : অ্যালিগেটর বাইট নেভার হিল (দোয়েচি)

বেস্ট কান্ট্রি সং : ক্যাসি মাসগ্রেভস (আর্কিটেক্ট)

বেস্ট কান্ট্রি অ্যালবাম : কাউবয় কার্টার (বিয়ন্সে)

বেস্ট মিউজিক ভিডিও : নট লাইক আস (কেন্ড্রিক লামার)

বেস্ট মিউজিক ফিল্ম : আমেরিকান সিম্ফনি