সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ ৩ দিনের রিমান্ডে
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনেকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বেলা ১১টায় ফরহাদের উপস্থিতিতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জামায়াত নেতা তারিক হত্যা মামলার আসামি।
এ সময় একই মামলায় ফরহাদের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল এবং ভগ্নিপতি ও জেলা আওয়ামী-লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস আসামি হিসেবে উপস্থিত ছিলেন।
সন্ত্রাস দমন ও জামায়াত নেতা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরকারি কৌঁসুলি (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ফরহাদ হোসেনেকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে দুটি মামলায় মোট ৪দিন ও ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুটি মামলায় মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ইব্রাহিম শাহীন।
এর আগে বৃহস্পতিবার জামায়াত নেতা তারিখ হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন আদালত। মেহেরপুর জেলা কারাগার থেকে আজ সকাল ১০টার দিকে আসামি হিসেবে ফরহাদ হোসেন, তার ভাই সরফরাজ হোসেন মৃদুল ও ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে একটি প্রিজনভ্যানে করে আদালতে নেওয়া হয়।
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আদালতে হাজিরা থাকায় কারাগারসহ আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন ছিল।
এদিকে ফরহাদ হোসেনকে আদালতে হাজির করার সময় বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। এ সময় খুনিদের ফাঁসি চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর।
গত ৫ আগষ্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় রাশেদুল ইসলাম নামের একজন সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছিলেন। এছাড়াও জামায়াত নেতা তারিক হত্যার অভিযোগে ফরহাদ হোসেনকে আসামি করে তারিকের ভাই তাওফিকুল ইসলাম একটি মামলা করেন। মামলা দুটির আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে গত বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসে জেলা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন-আহবায়ক তামিম ইসলাম বলেন, ফরহাদ হোসেন একাধিক খুনের মামলার এবং সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। তাকে মাত্র তিন দিনের রিমান্ড দিয়ে কিছুই হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা তার ফাঁসি চাই।’
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন বলেন, আমরা আদালতের কাছে ৫ দিনের রিমান্ড চেয়েছিলাম, আদালত ৩ দিনের বিমান মঞ্জুর করেছেন। পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয়, আমরা আদালতের কাছে আবেদন করব।
প্রসঙ্গত, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপন করেন ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে রাজধানীতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।