মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে এ অবরোধ করেন তারা।
এর আগে, আজ বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে আসেন তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা অবরোধ করলে কমলাপুর থেকে আসা এয়ারপোর্টমুখী একটি ট্রেনকে আটকে থাকতে দেখা যায়।
এদিকে, অবরোধকারীদের চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। অবরোধস্থলের একটু পাশে আমতলীর দিকে অবস্থান নিয়েছে বিজিবিও।
এর আগে, আজ দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে সড়কের ওপর বাঁশ দিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ‘আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘শাহবাগ না মহাখালী, মহাখালী মহাখালী’সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এ অবরোধের কারণে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ রাতের মধ্যে যদি তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা না হয় কিংবা দাবি মেনে নেওয়া না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
যে ৩ দফা দাবিতে আন্দোলৈন করছেন তিতুমীরের শিক্ষার্থীরা:
১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে।
৩. তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।