কদমতলীতে ধারালো অস্ত্রের আঘাতে অটোচালক আহত

ঢামেক প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
শেয়ার :
কদমতলীতে ধারালো অস্ত্রের আঘাতে অটোচালক আহত

কদমতলী এলাকায় দুষ্কৃতিকারীর ধারালো অস্ত্রের আঘাতে মো. আমির হোসেন (৪৯) নামে এক অটোচালক আহত হয়েছে । গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে জাপানি বাজার মুক্তধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আমির হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামে। বর্তমানে জাপানি বাজার পাটের এলাকায় পরিবার নিয়ে থাকেন। মো. মিরাজ তার ছেলে।

আহতের ছেলে মো. মিরাজ হোসেন বলেন, তার বাবা চাঁদপুর গ্রামের বাড়ি থেকে ঘর বিক্রির এক লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে রাতে শনির আখড়ায় গাড়ি থেকে নেমে রিকশা করে বাসায় ফিরছিলেন। সে সময়ে বাসার অদূরে জাপানি বাজার মুক্তধারা আবাসিক এলাকায় কাশেম, নূরনবী সহ ৪/৫ জন ব্যক্তি মোটরসাইকেলে এসে পথ আটকে তার কাছে থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সে টাকা দিতে না চাইলে তাকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে ও পিঠে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। 

এরপর তার কাছে থাকা এক লক্ষ ৭০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে দয়াগঞ্জ বেসরকারি মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।