লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩
শেয়ার :
লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায় জাহিদুল। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে সে। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেছেন, ‘নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’