টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬
শেয়ার :
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করলে পুলিশের ওপর হামলা করে দলটির নেতাকর্মীরা। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।  

স্থানীয়রা জানান, এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা আরও জানান, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণকালে সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিলেন টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি গতিরোধ করলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। পরে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।