সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজটে ঢাকা

অনলাইন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৯
শেয়ার :
সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজটে ঢাকা

আগারগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের আহতরা এবং তিতুমীরের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কে আটকে থাকা গাড়ির চাপে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষে ঘর ফেরা মানুষ চরম বিপাকে পড়েছেন।

এদিকে বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

 দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনে সম্মুখ সারিতে থাকা ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।

জানা গেছে, সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের মিরপুর রোডের উভয় পাশ দখলে নিয়ে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করায় মিরপুর রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। একারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।’

অপরদিকে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাঁশ দিয়ে তিতুমীর কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দেন শিক্ষার্থীরা। আজ বেলা ১২টার দিকে রাস্তা আটকে দেন তারা।

শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে আলি আহমদ বলেন, ‘আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল। এতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাই তাদের কথা চিন্তা করে আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’