পঞ্চগড়ে আবারও শীত জেঁকে বসেছে
শীত প্রবন পঞ্চগড় জেলায় ফ্রেব্রুয়ারি মাসেও শীতের প্রকোপ কমেনি। মাঘ মাসের শেষ ভাগে এসে পঞ্চগড়ে আবারও শীত যেন জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর শীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
আজ রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ।
এর আগে গতকাল শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, গত দিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।
আগামী কয়েক দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।