পীরগঞ্জে ২ বস্তা ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭
শেয়ার :
পীরগঞ্জে ২ বস্তা ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২ শ ৫০ বোতল) ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক এস এম রেজাউর রহমান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকা থেকে উপজেলার দস্তমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফইজুল ইসলাম গোয়াল এবং উপদইল গ্রামের ফেরদৌস আলমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে পরে তাদেরকে সঙ্গে নিয়ে ফকিরগঞ্জ বাজার এলাকার লাকি আকতারের বাড়িতে আভিযান চালায় থানা পুলিশ। এ সময় লাকির বাড়ির শয়ন ঘরের খাটের নিচ থেকে দুই বস্তা ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। লাকি মাদক ব্যবসায়ী ফেরদৌসের ভাবী।  

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে বলে তিনি জানান।