বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভূঁইয়া (৪৫) নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম ভূঁইয়া খিলপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে এবং সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থক।
স্থানীয়রা জানান, আজ বিকালে বাঙ্গড্ডা বাজার বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা ছিল। এতে করে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া বলেন, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে আসলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা সশস্ত্র হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের বিচার চাই।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সায়েম মজুমদার শিপু বলেন, সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার কাকৈরতলা বাজারে একটি প্রোগ্রাম করার কথা ছিল। এ উপলক্ষে বিকেলে বাঙ্গড্ডা পশ্চিম বাজার শাহিনের দোকানের সামনে এলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে হামলায় সেলিম খুন হন।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।