কৃষকলীগ নেতাকে বেঁধে রেখে পুলিশে দিল জনতা
নাটোরের বড়াইগ্রামে চাঁদাবাজির অভিযোগে কৃষকলীগ নেতা রবিউল করিম পিন্টুকে (৩২) বেঁধে রাখে স্থানীয়রা। পরে একটি হাসুয়া ও পেট্রোল ভর্তি তিনটি কাঁচের বোতলসহ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আজ শনিবার দুপুরে উপজেলার মৌখাড়া বাজারে তাকে পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় তার হাতে লম্বা হাসুয়া ও সামনে পেট্রোল ভর্তি তিনটি বোতল ছিল।
স্থানীয়রা জানান, মৌখাড়ার পাশে একটি নির্মাণাধীন ব্রিজে গিয়ে চাঁদা দাবি করেন রবিউল করিম পিন্টু। পরে স্থানীয়রা ধরে এনে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি রুবেল বালী জানান, রবিউল করিম পিন্টু উপজেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তার বাড়ি উপজেলার মাঝগাঁও আগ্রান এলাকায়। তাকে অবৈধভাবে হেনস্তা করা হয়েছে।
বড়াইগ্রাম পৌর ছাত্রদল নেতা আজাদুল ইসলাম জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণাধীন ব্রিজে কর্মরত শ্রমিকদের কাছে চাঁদা দাবি করায় এবং পাশে একটি ভেকু পুড়িয়ে দেওয়ার মতো নাশকতা চালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা রবিউল করিম পিন্টুকে আটক করেন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে গেছেন। পরে তার কাছ থেকে পাওয়া ৪৫ ইঞ্চি লম্বা হাসুয়া ও পেট্রোল ভর্তি তিনটি কাঁচের বোতলসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমি বাইরে আছি। তবে রবিউল করিম পিন্টুকে আটক করার বিষয়টি আমি জানি। তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'