হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহই আগে যুদ্ধবিরতির শর্তভঙ্গ করেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা সিরিয়া-লেবানন সীমান্ত বরাবর রাতে বেকা উপত্যকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেনাবাহিনী বলেছে এই সব স্থানগুলির মধ্যে রয়েছে মাটির তলায় অস্ত্র তৈরির স্থাপনা এবং আরেকটি স্থান যেখান থেকে লেবাননে অস্ত্র সরবরাহ করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে বৃহস্পতিবার ইসরায়েল দাবি করেছিল, হিজবুল্লাহর একটি নজরদারি ড্রোনকে তারা বাধা দিয়েছিল। তারা বলছে এটি ইসরায়েল ও লেবাননের মধ্যকার “ অস্ত্রবিরতি চুক্তির লংঘন”।
গত বছরের নভেম্বরের শেষ দিকে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল ও হিজবুল্লাহ। যার ফলে ২০২৩ সালে গাজা যুদ্ধের সময় থেকে শুরু হওয়া প্রাণঘাতী সংঘাতের সমাপ্তি ঘটে। চুক্তি অনুযায়ী ২৬ জানুয়ারি লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করার কথা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দাবি করে যে চুক্তিতে বলা হয়েছে, ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের জন্য ৬০ দিনের সময় দেওয়া হয়েছে যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। তাতে আগের ২৬ জানুয়ারির সময়সীমা বাড়ানো হলো।
অস্ত্রবিরতির সময় বাড়ানোর পর থেকে লেবাননে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সবশেষ এক ড্রোন আক্রমণে লেবাননে দক্ষিণাঞ্চলের মাজদাল সেলম শহরে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস