স্থগিত হাবিব-সানির কনসার্ট

বিনোদন প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২২
শেয়ার :
স্থগিত হাবিব-সানির কনসার্ট

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজন করা হয় ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের কনসার্ট। যেখানে সংগীত পরিবেশনের কথা রয়েছে হাবিব ওয়াহিদ, আহমেদ হাসান সানি, সংজোন ও ব্ল্যাক জ্যাংদের।

কনসার্টকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। কিন্তু এর মধ্যেই কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। আর পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে বলেও জানান তারা।

বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আজ শনিবার সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “ম্যাক্স ফান অন বে ওয়ান” স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেব।’

এদিকে, অনলাইন ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই-এ ইতিমধ্যে কনসার্টটির জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, কনসার্টটি আপাতত পেছানো হয়েছে। পরবর্তী তারিখ জানাবেন আয়োজকরা।

‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ কনসার্টের টিকিট বিক্রিতে কেমন সাড়া পাওয়া গিয়েছিল- জানতে চাইলে এ বিষয়ে কিছুই জানাতে চায়নি টিকিফাই।

জানা গেছে, মোট ১০টি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছিল। এর মধ্যে ইকোনমি ক্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া বিজনেস ক্লাস সিট ১২০০০, ওপেন ডেক ১৫০০০, সিঙ্গেল বাঙ্কার ১৮৫০০, ভিআইপি প্রেসিডেন্সিয়াল (২ জন) ৪৪৯৯৯, রয়েল কেবিন (২ জন) ৫৪৯৯৯, ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস (২ জন) ৫৯৯৯৯, ফ্যামিলি বাঙ্কার (৪ জন) ৯৯৯৯৯, ভিভিআইপি কেবিন (২ জন) ১২০০০০ ও দ্য এমপারর কেবিরের মূল্য ১৫০০০০ টাকা। ইতিমধ্যেই ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস টিকিটের সব বিক্রি হয়ে গিয়েছিল।