সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৫৫বোতল ভারতীয় মদ জব্দ
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা।
গতকাল শুক্রবার রাতে সীমান্তের নৈনগাও, কাপনা, কামারভিটা ও রঙ্গারছড়া এলাকা থেকে এসব মদের বোতল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।
এদিকে বিজিবির জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জের সদর ও তাহিরপুর উপজেলার ডলুরা, নারায়নতলা ও বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্তের নৈগাও, কাপনা, কামারভিটা ও রঙ্গারছড়া এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘জব্দকৃত ৮৫৫ বোতল ভারতীয় মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।’