নতুন করে কোনো সেন্সরশিপ আরোপ করবে না সরকার: সংস্কৃতি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬
শেয়ার :
নতুন করে কোনো সেন্সরশিপ আরোপ করবে না সরকার: সংস্কৃতি উপদেষ্টা

বই কিংবা মতের উপর নতুন করে কোনো ধরনের সেন্সরশিপ আরোপ করবে না অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফারুকীর কথায়, ‘বই ছাপানোর আগে পুলিশকে পড়তে দিতে হবে বা বাংলা একাডেমিকে পড়তে দিতে হবে, অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত কখনোই নেবে না। পুলিশের কেউ যদি ঐ রকম কোনো মন্তব্য করে থাকে তাহলে তা সরকারের বক্তব্য নয়।’