কাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব
৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে রবিবার সকাল ৯টায়। এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের এমনই তথ্য জানান। মূলত এই মোনাজাতের মাধ্যমেই শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
আজ শনিবার সকাল দশটায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হবে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে।
এ সময় তিনি আরও জানান, আখেরি মোনাজাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। মোনাজাতের দিন সকাল থেকে ইজতেমা এবং এর আশপাশের এলাকা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস, ঢাকার ধউর এবং কুড়িল ৩০০ ফিট পর্যন্ত আসতে দেওয়া হবে। এ সময় যানবাহনগুলো ডাইভারশন করে বিকল্প পথে চলাচল করবে। এছাড়া মুসুল্লিরা ইজতেমা ময়দান পর্যন্ত পায়ে হেঁটে আসতে বলা হয়েছে।
এছাড়া তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান আমাদের সময়কে জানান, আগামীকাল সকাল ৯টায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের সাহেব।