সপ্তম অ্যালবাম আনছেন লেডি গাগা
উদ্ভট সাজপোশাকের কারণে প্রায়ই সমালোচিত হন ১৩টি গ্র্যামিজয়ী মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা। তবে সব সময় প্রশংসিত হন নিজের গানের কারণে। লেডি গাগাকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। গান দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে শুরু করে বিলবোর্ড, টাইম ও ফোর্বস সাময়িকীর ক্ষমতাবানদের তালিকায়ও উঠেছে তার নাম। এবার নিয়ে আসছেন সপ্তম স্টুডিও অ্যালবাম। নাম ‘মেহ্যাম’।
মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যালবামটি আগামী ৭ মার্চ প্রকাশ হবে। এতে মোট ১৪টি গান থাকবে। এগুলোর মধ্যে কিছুদিন আগে প্রকাশিত ‘ডিজিস’ এবং ‘ডাই উইথ অ্যা স্মাইল’ও থাকছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
লেডি গাগা বলেন, ‘এ অ্যালবাম শুরু হয়েছিল আমার সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যেটি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতাম এবং যে গানগুলো শুরুর দিকের ভক্তরা ভালোবাসতেন।’ তিনি আরও বলেন, ‘সৃজনশীল এ কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা। যদিও আপনি টুকরাগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না; তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল