রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে: গয়েশ্বর
রাজনৈতিক দলের নেতাদেরকে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা উচ্চবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্কুলের প্রধান শিক্ষিকা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক রানা প্রমুখ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গয়েশ্বর বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতায় একাধিকজন অংশ নিয়ে কেউ প্রথম, কেউ দ্বিতীয় এবং কেউ তৃতীয় স্থান অধিকার করেন। এ নিয়ে তাদের মধ্যে হানাহানি-মারামারি হয় না। এটাই স্পোর্টসম্যান স্পিরিট। রাজনৈতিক দলের নেতাদেরকে বলব, সবাই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগিয়ে যাবেন। জনগণের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন। কখনো জোর করে সুনাম অর্জন করতে যাবেন না। জনগণকে বঞ্চিত করে সুনাম অর্জন করা যায় না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সুভাঢ্যা স্কুল প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষের বিখ্যাত শিক্ষাবিদ প্রশান্ত কুমার (পিকে) রায়ের বাড়িতে উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘এই স্কুল তার নাম অনুসারে হয়েছিল। কিন্তু কী কারণে স্কুলের নাম পরবর্তীতে পরিবর্তন হলো- তা জানা নেই।’