ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৫, ২১:০৯
শেয়ার :
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতের তীব্রতায় কষ্টে থাকা দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন হিসেবে ক্লাবটি বরাবরের মতো মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে।

জামালপুর জেলার শরিষাবাড়ির করবাড়ী এবং জামালপুর সদরের সরদার বাড়ী, গজারিআটা গ্রামে ক্লাবের উদ্যোগে প্রায় ৬০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও অ্যাপারেল সিগনেচার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস. এম ফোরকান এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগে অংশ নেন।

প্রতি বছরের মতো, সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এ বছরও ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শীতার্ত মানুষের সাহায্যে এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে সরদার বাড়ি ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এবং করবাড়ী ডেভেলপমেন্টাল ইয়ুথ অর্গানাইজেশন। এই দুটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক বিপর্যয় কিংবা দুস্থ মানুষের সহায়তায় ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শীতার্তদের মুখে হাসি ফোটাতে পেরে ক্লাবের সদস্য ও উপস্থিত অতিথিরা নিজেদের গর্বিত মনে করেছেন। সমাজকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার এই ধরনের উদ্যোগ ক্লাবের মানবিক চেতনার প্রতিফলন।