গরু চোর অভিযোগে ৮ জনকে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা
গরু চোর অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার। ছবি: আমাদের সময়
ফরিদপুরের বোয়ালমারীতে চুরির সময় ৮ গরু চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের ফরিদ শেখের ছেলে আরিফ শেখ (১৮), একই গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে রিয়াজ মোল্যা (১৮), উজির মোল্যার ছেলে আল আমিন (২৪) ও রোকমান মোল্যা (২২), রাজু মোল্যার ছেলে আকাশ মোল্যা (১৯)। এছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আকবর শেখের ছেলে সাদ্দাম শেখ (৩২), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের হারুন মিয়ার ছেলে রোমান মিয়া (১৯) এবং ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ভ্যান চালক আলতু খা (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেলাহাটি গ্রামের লোকমান শেখের ছেলে মুরাদ শেখের বাড়ি থেকে শুক্রবার ভোরে ২টি গরু চুরি করে বের হচ্ছিল সংঘবদ্ধ চোর দল। এ সময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে শেকল ও তালা কাটা সরঞ্জাম, কাতানী ও শাবল উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গেলাম রসুল জানান, আটক চোরদের প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে মুরাদ শেখের করা গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।