রাজারহাট আওয়ামী লীগের সহসভাপতি চাঁদ গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তার গ্রামের বাড়ি দুধখাওয়া মন্ডলপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়।
চাঁদ ওই গ্রামের মৃত আব্দুল মন্ডলের প্রথম ছেলে। এছাড়া তিনি রাজরাহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সহকারি অধ্যাপক।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চাঁদ বাহিনী গঠন করে টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করেছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল-হাজতে পাঠানো হয়েছে।