জামদানির বাজারজাত বৃদ্ধি করতে কাজ করছেন সরকার: বস্ত্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও
৩১ জানুয়ারী ২০২৫, ২০:১৭
শেয়ার :
জামদানির বাজারজাত বৃদ্ধি করতে কাজ করছেন সরকার: বস্ত্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের জামদানিশিল্পকে উন্নত বিশ্বে পরিচিত ও বাজারজাত বৃদ্ধি করতে বর্তমান সরকার কাজ করছে। যেভাবে জামদানিশিল্পকে টিকিয়ে রাখা যায় এবং তাঁতিরা লাভবান হয়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।’

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

বস্ত্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা এতদিন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন।

পরে তিনি মেসার্স লাকি জামদানি উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া, ভারগাঁও এলাকার কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁতিদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্তি সচিব আবু আহমদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাচঁপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার সেগুফতা মেহনাজ, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসমিন আক্তার, বাংলাদেশ উইভার্স প্রোডাষ্ট অ্যান্ড ম্যানুফেকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাউদ্দিন, বাংলাদেশের প্রথম জামদানি এক্সপোর্ট রপ্তানিকারক জহিরুল হক প্রমুখ।