জগন্নাথপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৫, ১৯:১১
শেয়ার :
জগন্নাথপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহবুব আলম (৩৮) ও মাসুম মায়ি (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা ও আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাহবুব আলম ও মাসুম মায়ি গ্রেপ্তার হন। জগন্নাথপুর থানার পুলিশ বাদী হয়ে গত অক্টোবর মাসের শেষে তাদের বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তার হওয়া মাহবুব হোসেন জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি। মির্জা মাসুম হোসেন মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য। গ্রেপ্তারের পর তাদের আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন বলেন, ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।