আসাদকে ফেরত চায় সিরিয়ার নতুন সরকার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৫, ১৪:২৩
শেয়ার :
আসাদকে ফেরত চায় সিরিয়ার নতুন সরকার

সশস্ত্র বিদ্রোহীদের আন্দোলনের মুখে রাশিয়ায় পালিয়ে যাওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরাশাসককে ফেরত চেয়েছে দেশটির নতুন সরকার। চলতি সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমাদ আল শারার সঙ্গে দেখা করেছেন। এটাই নতুন সরকারের সঙ্গে রুশ সরকারের প্রথম কোনো সরকারি বৈঠক। 

জানা গেছে, সেই বৈঠকে আসাদকে ফেরত চেয়েছে সিরিয়ার সরকার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইনিভাবে বিচারের জন্য আসাদকে ফেরত দেওয়ার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছে সিরিয়া। তবে রুশ প্রতিনিধিদল এমন দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে। 

রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নেতৃত্বে এক আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে পালিয়ে যান। এর মাধ্যমে সিরিয়ায় আল-আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে। তাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আল-আসাদের পতন রাশিয়ার জন্য বড় ধাক্কা, কারণ সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিগুলো কেবল তার শাসন টিকিয়ে রাখার জন্যই নয়, বরং বৈশ্বিক শক্তি প্রদর্শনের জন্যও ব্যবহৃত হতো।