ফের পরমাণু অস্ত্রের হুমকি দিলো রাশিয়া
যুক্তরাষ্ট্র বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখলে রাশিয়া তার পরমাণু অস্ত্রের পরিমাণগত সীমাবদ্ধতা তুলে নিতে পারে। ইন্টারন্যাশনাল আফেয়ার্স জার্নালে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত গ্রিগরি মাশকভ।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কেবল দ্বিপক্ষীয় দৃষ্টিকোণ থেকে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা আর সম্ভব নয়। এতে আমরা আরেকটি বিভ্রান্তির মধ্যে পড়তে পারি।’
তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে এমন অনেক নতুন শক্তি আবির্ভূত হয়েছে, যারা বৈশ্বিক ক্ষেপণাস্ত্র ভারসাম্যে প্রভাব ফেলছে। পশ্চিমা দেশগুলোর কৌশলগতভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করার নীতির কারণে আমরা পরমাণু ও ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারের ওপর আরোপিত সীমাবদ্ধতা থেকে সরে এসে এর পরিমাণগত ও প্রযুক্তিগত সম্প্রসারণের প্রয়োজনীয়তার মুখোমুখি হতে পারি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র হ্রাস ও পূর্ববর্তী শর্তে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার সম্ভাবনাকে ‘সম্পূর্ণভাবে বিনষ্ট’ করে দিয়েছে।’
রুশ কূটনীতিক বলেন, ‘আমাদের স্বচ্ছতা ও আস্থা-নির্মাণের প্রতিশ্রুতিগুলোর নতুন করে মূল্যায়ন করতে হবে এবং পরমাণু ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনা স্থগিত করতে হবে। যা বর্তমানে পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত ও অ-কৌশলগত পরমাণু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টার সামনে অর্থহীন হয়ে পড়েছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
নিবন্ধের শেষ দিকে তিনি বলেন, ‘আমরা অস্ত্র নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধের অন্যান্য ক্ষেত্রগুলোর বিষয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হবো। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে এই বিষয়গুলোকে আরও ভালোভাবে সামঞ্জস্য করা প্রয়োজন। শুধু সেই ক্ষেত্রেই তাদের সঙ্গে সহযোগিতা করা যৌক্তিক হবে, যেখানে আমাদেরও সমান স্বার্থ রয়েছে।’