ছুটির দিনে ঢাকার বাতাসে কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৫, ১০:৩৯
শেয়ার :
ছুটির দিনে ঢাকার বাতাসে কিছুটা উন্নতি

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে আজ রয়েছে ভারতের দিল্লি। মূলত বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তবে মেগাসিটি ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর, ২৪৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ২২০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান, ২৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কাম্পালার উগাণ্ডা।

উল্লেখ্য, দূষণ স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়।