‘কথা ক’র পর এবার সেজানের ‘লাল বাত্তি’
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল র্যাপ গানগুলো। সেসময় আলোচনায় থাকা গানগুলোর মধ্যে একটি সংগীতশিল্পী সেজানের ‘কথা ক’ গানটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি গায়ককে। ইতিমধ্যেই সিনেমার গানে নাম লিখিয়েছেন সেজান। এবার প্রকাশ করলেন নতুন গানের অ্যালবাম। নাম ‘লাল বাত্তি’।
গেল শনিবার সেজানের নতুন অ্যালবামের গানগুলো প্রকাশ হয় তার ইউটিউব চ্যানেলে। আর অ্যালবামের প্রচ্ছদের ছবি প্রকাশ করে সেজান ফেসবুকে লিখেন, ‘বহুল প্রতিক্ষীত “লাল বাত্তি” অ্যালবামটি অবশেষে এসেছে। আমরা অনেক দিন ধরেই অ্যালবামটির কাজ করছিলাম।’
প্রচ্ছদের ছবি থেকে জানা যায়, নতুন অ্যালবামে গান আছে মোট ১০টি। লালের আবহে তৈরি পোস্টারে রয়েছে একটি ধারালোর কুড়ালের ছবি। গানে গানে যে প্রতিবাদ জানাতে চেয়েছেন শিল্পী, এটা হয়তো তারই প্রতীক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর মধ্যে অ্যালবামের টাইটেল গান ‘লাল বাত্তি’ ও ‘গঙ্গা’ মিউজিক ভিডিও আকারে প্রকাশ করছেন শিল্পী। দুটি গানেই সমসাময়িক নানা অসংগতির কথা বলতে চেয়েছেন সেজান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মাত্র ৬ দিনে ইউটিউবে ‘লাল বাত্তি’র ভিউ হয়েছে ১ লাখ ৪২ হাজারের বেশি। আর ‘গঙ্গা’র ভিউ ১ লাখ ৫৯ হাজারের বেশি। ইতিমধ্যেই ‘লাল বাত্তি’র সবগুলো গানই শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরেও পড়ছে নানা ইতিবাচক কথা।
এদিকে, চলতি বছর সেজান ও আরেক র্যাপার হান্নানকে পাওয়া যায় বইয়ের পাতায়। সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে আলোচিত দুই তরুণ র্যাপার সেজান ও হান্নানের নাম এসেছে। বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র-জনতার আন্দোলনে তাদের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’