আম বয়ানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ

টঙ্গী প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৫, ১৪:১৬
শেয়ার :
আম বয়ানের মাধ্যমে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ

আজ বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। আজ দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি আরও জানান, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। 

ময়দান ঘুরে দেখা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের প্রতিটি প্রবেশ মুখ দিয়ে ইজতেমা মাঠে আসতে শুরু করেছে মুসল্লিরা। ইতোমধ্যে ইজতেমা ময়দানে প্রায় ৪ লাখ মুসল্লি প্রবেশ করেছেন এবং যার যার জেলার নির্দিষ্ট খিত্তার জিম্মাদারদের তত্ত্বাবধানে অবস্থান করছেন।

বিশেষ করে ইজতেমা ময়দানে বিদেশিদের জন্য নির্ধারিত প্রবেশ মুখে প্রশাসন এবং আয়োজক কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা ময়দানের ১ নম্বর গেটটি বিদেশি মেহমানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বের ৪১টি দেশের প্রায় এক হাজার বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত বিদেশিদের মধ্যে ইংলিশ ২৪৬ জন, উর্দু ৪৭৮ জন, বাকিরা অন্যান্য ভাষার বিদেশি মেহমান। বিদেশি মেহমান আরও আসবেও জানা গেছে।

ইজতেমা ময়দানে উপস্থিত শুরায়ি নেজামের অনুসারী বগুড়া জেলার গাবতলী থানার আব্দুল কাইয়ুম আমাদের সময়কে বলেন, ইজতেমাতে এসে যে শান্তি পাই, পৃথিবীর অন্য কিছুতে সে শান্তি খুঁজে পাই না। এখানে আসলে দুনিয়াবি সকল চিন্তাভাবনা ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহকে রাজি-খুশি করার কাজে ব্যস্ত হয়ে পড়ি। 

এ সময় তিনি বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৪ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে প্রবেশ করেছেন এবং এবং আখেরি মোনাজাতের দিন প্রায় ১০ লাখ মুসল্লির আগমন ঘটবে।

এদিকে ইজতেমার মুসল্লিদের ফ্রি চিকিৎসা দিতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধাতব্য সেবা সংস্থা টঙ্গীর ইজতেমার ময়দানের পাশেই অলিম্পিয়া গেটে মেডিকেল ক্যাম্প তৈরি করেছে। এছাড়া গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা ইজতেমা ময়দানের আগত মুসল্লিদের নিরাপত্তা এবং সেবা প্রদানে কাজ করে যাচ্ছে।