ওয়াশিংটনে বিমান দুই টুকরা হয়ে নদীতে পড়ল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৫, ১২:৪৫
শেয়ার :
ওয়াশিংটনে বিমান দুই টুকরা হয়ে নদীতে পড়ল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত বিমানটি দ্বিখণ্ডিত হয়ে নদীতে পড়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

এফএএ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক রুটে চলাচলকারী পিএসএ এয়ারলাইনসের বিমানটি রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিমানবন্দরের কাছাকাছি এসে মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। আর পিএসএর উড়োজাহাজটি (ফ্লাইট ৫৩৪২) কানসাস থেকে উড্ডয়ন করেছিল।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে পটোম্যাক নদীতে পড়েছে। বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে একাধিক সংস্থাসহ ডুবুরিরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে বিমানটির কাছাকাছি নদীতেই পড়েছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। বিমানবন্দরে সব বিমানের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিএসএ এয়ারলাইনসের ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ও ক্রু ৪ জন ছিলেন। আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।