জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৫, ২৩:৪৬
শেয়ার :
জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ: সারোয়ার ওয়াদুদ চৌধুরী

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

আজ বুধবার বিকেলে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সারোয়ার ওয়াদুদ চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রণের স্বার্থে গাজীপুর জেলার সৎ সাহসী দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ডক্টর প্রকৌশলী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মনির আহমেদ, কবি কাজী আলম, প্রকৌশলী তারিক উল ইসলাম তনয়, আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার উল্লাহ, রফিকুল ইসলাম লাভলু, মহিউদ্দিন তালুকদার কাজল, লায়ন আনোয়ার হোসেন রুমি, সুলতানা মিতু, তাসলিমা আক্তার প্রমুখ। সভায় সাংবাদিক দেলোয়ার হোসেন, মোস্তফা হোসেন আজাদ, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রফিকুল আলম, মো. শহিদুজ্জামান, মোহাম্মদ আলী, পলাশ মল্লিক গাজীপুর জেলা সম্মেলনের দায়িত্ব গ্রহণ করেন।