ভুল বানানে জাতীয় পিঠা উৎসবের নিমন্ত্রণপত্র
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব’। অনুষ্ঠানে অংশ নিতে অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র। সেই পত্রে একাধিক বানান ভুল রয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ ও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলমের নামে পাঠানো নিমন্ত্রণপত্রে দেখা যায়, ‘অধ্যাপক’ বানানকে ‘অধ্যাাপক’, ‘সেক্রেটারি’ বানানে ‘সেক্রেটারী’, ‘ফেডারেশন’ বানানে ‘ফেডারেশান’ লেখা হয়েছে। এ ছাড়া ‘আহ্বায়ক’ বানানে ‘আাহ্বায়ক’ ও ‘শিক্ষাবিদ’ বানানে লেখা হয়েছে ‘শিক্ষবীদ’।
জাতীয় পিঠা উৎসবের নিমন্ত্রণ পাওয়া এক লোকসাহিত্য গবেষক বলেন, জাতীয় উৎসবের নামকরণের পাশাপাশি শিল্পকলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানকে উৎসবের সঙ্গে যুক্ত করা হয়েছে। এমন উৎসবের নিমন্ত্রণপত্রে এত বানান ভুল আয়োজকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলার মতো।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিমন্ত্রণপত্রে ভুল বানানের বিষয়টি স্বীকার করে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম বলেন, ‘এটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা ইতোমধ্যে নতুন নিমন্ত্রণপত্র ছাপিয়েছি।’
একটি জাতীয় উৎসবের নিমন্ত্রণপত্রে এত বানান ভুলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করেন। যিনি ভুল করেছেন তাকে ভর্ৎসনা করা হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?