১৩ ঘণ্টা পর বরিশাল থেকে বাস চলাচল শুরু

বরিশাল ব্যুরো
২৯ জানুয়ারী ২০২৫, ২১:৫৪
শেয়ার :
১৩ ঘণ্টা পর বরিশাল থেকে বাস চলাচল শুরু

প্রায় সাড়ে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের রূপাতলী বাসটার্মিনার থেকে বাস চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের নেতারা। 

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘোষণা দেন বরিশালের রুপাতলীস্থ বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষার্থী, শ্রমিক-মালিক ও প্রশাসনের সমন্বয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনর উপস্থিতিতে শুরু হয় এই বৈঠক। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সবপক্ষে ভেতরে সমঝোতা হয়। সেখানে শ্রমিকদের নিরাপত্তার দাবির পরিপ্রেক্ষিতে আশ্বাস দেয় প্রশাসন। এরপর ঘোষণা দেওয়া হয় ধর্মঘট প্রত্যাহারের।

ঝালকাঠি জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি জানিয়েছেন, আলোচনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে হাফভাড়া নেওয়া হবে। আর বন্ধের দিনে কোনো হাফভাড়া থাকবে না। এ বিষয়ে শিক্ষার্থীরাও একমত হয়েছে। তাই সন্ধ্যা ৬টার পর যেসকল রুটে বাসগুলো চলাচল করে তা এখন ছাড়া হয়েছে।

এর আগে আজ সকাল ৬টা থেকে শুরু হয় বাস ধর্মঘট। রূপাতরী থেকে ১৫ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূর্ভোগে পরে যাত্রীরা। গতকাল মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর জেরে আজ সারাদিন চলে বাস ধর্মঘট।