নির্বাচন নিয়ে বারবার অবস্থান স্পষ্ট করেছে সরকার
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস ও সম্প্রচার একাডেমিতে প্রেস উইং আয়োজিত ব্রিফিংকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন- ‘সরকার যদি নির্বাচন বিলম্বিত করে তাহলে জনগণের কাছে জবাব দিতে হবে’। এক সাংবাদিক এ বক্তব্য তুলে ধরেন প্রেস সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় আরেক সাংবাদিক জানতে চান- নির্বাচন কমিশন বলছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি কোনো গাইডলাইন দেওয়া হয়েছে?
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা আমাদের অবস্থান বারবার স্পষ্ট করেছি। আমরা দুটি তারিখ দিয়েছি। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এ বছরের ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবে। আর যদি পার্টিগুলো মনে করে সরকারের কাছ থেকে আমরা আরও বেশি রিফর্ম চাই তাহলে সেক্ষেত্রে আরও ছয় মাস এক্সটেনশন (বাড়ানো) করা যেতে পারে অর্থাৎ ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘এ ব্যাপারে বারবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা বলছেন। নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংগঠন। তারা তাদের কথা বলছেন। নির্বাচনের আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিফর্ম। আশা করি ফেব্রুয়ারির মধ্যে সবগুলো রিফর্ম কমিশন তাদের রিপোর্ট দেবে। রিপোর্টগুলো পাওয়ার পর কমিটি কাজ করব।’