বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়ায় একইদিন একইস্থানে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় সিলোনীয়া হাইস্কুল মাঠে এ কর্মসূচির ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, সদ্যগঠিত উপজেলা বিএনপি শুক্রবার বিকেলে সিলোনীয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন ঘোষণা করে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন। হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন আকবর। প্রধান বক্তা থাকবেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন।
অপরদিকে সদ্য ঘোষিত কমিটির পদবঞ্চিত পক্ষ একইদিন একই সময়ে একইস্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, বিষয়টি তার জানা নেই। কোনো পক্ষই তাকে কিছু জানায়নি।