৫ আগস্ট নির্বাচন চান সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৫, ১৭:০৪
শেয়ার :
৫ আগস্ট নির্বাচন চান সালাহউদ্দিন আহমদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনকে স্মরণীয় রাখতে আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।  

সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন হিসেবে ৫ আগস্ট সমগ্র দক্ষিণ এশিয়ায় একটি স্মরণীয় দিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ নির্বাচন দেওয়া যেতে পারে।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরাও সংস্কার চাই। তবে স্বল্পমেয়াদি জরুরি সংস্কারগুলো নির্ধারণ করতে হবে। এজন্য জুলাই-আগস্ট যৌক্তিক সময়। একটা নির্বাচন আয়োজন করতে কী পরিমাণ সময় লাগে আমরা জানি। বিগত ৪০/৪৫ বছর যাবতই এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, সেই তারিখে নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। এটা শুধু আমাদের দাবি নয়, অন্যান্য দল এবং সাধারণ মানুষেরও দাবি।’

তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ কারও কারও জন্য কঠিন, সেটা আমরা জানি। কিন্তু এ প্রক্রিয়ায় না গিয়ে বরং একটা রাজনৈতিক প্রক্রিয়াতে গেলেই সেটা আরও গ্রহণযোগ্য বেশি হবে। ’

অন্তর্বর্তীন সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন দিতে কেন বিলম্ব হচ্ছে, সেটা জনগণকে জানাতে হবে। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর ১৫ দিন পার হয়ে গেছে; এখনো রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেননি। আমি আশা করব, দ্রুত আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে। সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি।’ গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দাবিও করেন তিনি।

আজকের অনুষ্ঠানের মাধ্যমেই যাত্রা শুরু হয় বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, দৈনিক আমার দেশের ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামালসহ নবগঠিত সংগঠনের সদস্যরা।