স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৫, ১৫:৫২
শেয়ার :
স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বামীর মারধরে তানিয়া বেগম (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে  উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। পরে গৃহবধূ তানিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়া নোয়াগাঁও ইউনিয়নের শেখবাড়ির মরহুম শেখ ইনু মিয়ার ছোট মেয়ে। তার স্বামীর নাম উজ্জ্বল মৈশান। তিনি নোয়াগাঁও ইউনিয়নের মৈশানবাড়ির ওলিউর রহমান মৈশানের ছেলে। উজ্বল-তানিয়া দম্পতির পাঁচ ছেলে-মেয়ে।

তানিয়ার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার গভীর রাতে উজ্জ্বল বেপরোয়া হয়ে তার স্ত্রী তানিয়াকে মারধর করেন। একপর্যায়ে তানিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। সন্তানরা এলাকার মানুষের সাহায্য কামনা করলেও কেউ এগিয়ে না আসায় বড় মেয়ে জরুরি সেবা ৯৯৯ কল করে তার মাকে বাঁচানোর আকুতি জানালে পুলিশ এসে তানিয়াকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্বল পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যরা আরও জানান, ১৬ বছর আগে নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ির উজ্জ্বলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তানিয়ার। উজ্জ্বল বর্তমানে কালীকচ্ছের মনিরবাগে স্থায়ীভাবে বসবাস করেন। বিয়ের পর থেকেই উজ্জ্বল তার স্ত্রীর ওপর বিভিন্ন বায়না নিয়ে মারধর করতেন। এরই মধ্যে তানিয়ার কোলে একে একে ৫টি সন্তান জন্ম নেয়। ৩ ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শত নির্যাতন সহ্য করে স্বামীর সংসার করতে থাকেন তানিয়া।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।