ভালোবাসার গল্প নিয়ে আসছেন তারা
ছোটপর্দায় একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম সিনেমাতে পাওয়া যাবে এফএস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলাকে। মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।
সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই শেষ হয় এর শুটিং। এরপর একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হলেও প্রেক্ষাগৃহে আসেনি ‘জলে জ্বলে তারা’। অবশেষে আসছে ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।
নির্মাতা অরুণ চৌধুরীর কথায়, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’
‘জলে জ্বলে তারা’র মধ্যদিয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় পর বড়পর্দায় আসছেন নাঈম। সে কারণে বেশ উচ্ছ্বসিতও তিনি। অভিনেতা বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড়পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গানই রোমান্টিক। যা দর্শকদের ভিন্ন এক অনুভূতি দেবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘জলে জ্বলে তারা’য় নাঈম-মিথিলার পাশাপাশি আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।